খুনের চেষ্টায় অভিযোগে দায়ের হওয়া মামলায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রমাণিকের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এর ফলে তাঁকে গ্রেফতারের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।
২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে। অভিযোগ পত্রে সরাসরি তাঁর নাম ছিল। এরপর তিনি রক্ষাকবচের আবেদন করেন। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয় বৃহস্পতিবার।
এই বিষয়ে সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, যেহেতু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ মন্ত্রীর আবেদন খারিজ করে দিয়েছে সেকারণে তাঁকে যেকোনও সময় গ্রেফতার করা যেতে পারে। মামলাটির পরবর্তী শুনানি হবে ২২ জানুয়ারি।