প্রয়োজনে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী নামিয়ে নির্বাচন করানোর নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট। একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার এই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশের পুনর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল কমিশন। বৃহস্পতিবার ওই প্রধান বিচারপতি বলেন, "আদালতের নির্দেশ মানার বদলে না মানার জন্য যা যা করা দরকার তার সবকিছুই করছে কমিশন। তেমন হলে চুপ করে বসে থাকবে না আদালত। প্রয়োজনে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেওয়া হবে।”
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিল BJP এবং কংগ্রেস। সেই মামলার শুনানিতে স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আদালতে ওই নির্দেশ পুনরায় বিবেচনার আবেদন করেছিল। রাজ্যের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ আদালতে বলেন, আদালত মোট সাতটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। কিন্তু স্পর্শকাতর এলাকা চিহ্নিত হয়নি। তাই আদালত যে রায় দিয়েছে তা পুনর্বিবেচনা করা হোক।"
এরপর আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য নির্বাচন কমিশনকে। আদালত জানিয়েছে, "পঞ্চায়েত মামলা নিয়ে রায় কার্যকর করা না হলে আদালত চুপ করে বসে থাকবে না।"