জেলের মধ্যে কুন্তল ঘোষের গতিবিধি জানতে সিসিটিভ ফুটেজ চাইল কলকাতা হাইকোর্ট। ওই ফুটেজ জমা দিতে ২৫ দিন সময় লাগবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে।
অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নাম বলতে এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ তোলেন কুন্তল ঘোষ। বুধবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই জেলের CCTV ফুটেজ জমা দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।
নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষকে। কয়েকদিন আগে তিনি দাবি করেছিলেন, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নাম বলার জন্য জেলে গিয়ে তাঁর উপর চাপ দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
ওই মামলার শুনানিতে আদালত আজ বলেছে, জেলে কুন্তলের গতিবিধি কী, কার সঙ্গে তিনি মেলামেশা করছেন তা জানা দরকার। এবং সেকারণে জেল কর্তৃপক্ষের কাছ থেকে CCTV ফুটেজ চেয়ে পাঠিয়েছে আদালত। হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে ওই ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে রাজ্যের তরফে আদালতে জানিয়েছে, জেল কর্তৃপক্ষের কাছ থেকে CCTV ফুচেজ সংগ্রহ করে তা আদালতের কাছে জমা করতে ২৫ দিন সময় লাগবে।