রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে মন্ত্রিসভা। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর বা পরিদর্শক পদে উচ্চ শিক্ষামন্ত্রীকে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা ঠিক করেছে সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে ওই পদে বসানো হবে এ জন্য বিধানসভায় সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হবে। বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। যদিও সরকার এখনও তাদের এই সিদ্ধান্তে অনড়।
রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে থাকার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ‘ভিজিটর’ বা পরিদর্শক পদে পদাধিকারবলে থাকেন রাজ্যপাল। নবান্ন সূত্রের খবর, সেই পদ থেকেও রাজ্যপালকে সরানো হতে পারে। রাজ্যপালকে সরিয়ে সেই পদে বসানো হতে পারে উচ্চ শিক্ষামন্ত্রীকে। এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।