উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি বদলানোর সম্ভবনা। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ওই একই সময়ে JEE Main 2022 পরীক্ষা পড়ায় নতুন সূচি ঘোষণা হতে পারে, শোনা যাচ্ছে এমনটাই।
মঙ্গলবার কেন্দ্রের তরফে JEE মেইন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা। তারপর বুধবারই নবান্নে একটি বৈঠক হয়। সুত্রের খবর, বৈঠকে উচ্চ মাধ্যমিকের সূচি বদলানো নিয়ে আলোচনা হয়েছে। তবে সূচির পরিবর্তন নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মনে করা হচ্ছে, আগামী সপ্তাহেই নতুন পরীক্ষার সূচি ঘোষণা করতে পারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।