পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৩-এর উচ্চ-মাধ্যমিকের ফলাফল । বেলা ১২ টায় সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করলেন উচ্চ-শিক্ষা সংসদের সভাপতি সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য । এবছর পাশের হার ৮৯.২৫ শতাংশ । মেয়েদের তুলনায় এগিয়ে ছেলেরা । মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে পাশের হারের নিরিখে ফের সেরা পূর্ব মেদিনীপুর । দুই নম্বরে দক্ষিণ ২৪ পরগণা, তিন কালিম্পং । দশে রয়েছে কলকাতা ।
মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন । পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন । পাশ করেছেন ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী । পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন । ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।
চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ থেকে । ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা চলেছে । দুপুর সাড়ে ১২টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাচ্ছে ।