উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে গত শুক্রবার, তার পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। যথাযথ মূল্যায়ন হয়নি, কম নম্বর দেওয়া হয়েছে, এমন অভিযোগ রয়েছে অনেকেরই। এই প্রেক্ষিতে পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্টদের জন্য রিভিউ এবং স্ক্রুটিনির তারিখ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক সংসদ।
মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে ৫ ই জুলাইয়ের মধ্যে কেবল মাত্র অনলাইনেই রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। অফলাইনে কোনও রিভিউ এবং স্ক্রুটিনি হবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনকারীরা একই সঙ্গে রিভিউ-স্ক্রুটিনি এবং আরটিআই করতে পারবেন না। জটিলতা এড়াতে স্ক্রুটিনি এবং রিভিউ-র ফল বেরোনোর পর আরটিআই করতে বলা হয়েছে। আরটিআইয়ে উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন করতে পারেন।
যত তাড়াতাড়ি সম্ভব, রিভিউ, স্ক্রুটিনি এবং আরটিআইয়ের উত্তর দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।