ভোটপর্বের মধ্যেই প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল । পরীক্ষার শেষের ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল । বুধবার দুপুর ১টা সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । চলতি বছর পাসের হার প্রায় ৯০ শতাংশ । পাসের হারের নিরিখে সেরা পূর্ব মেদিনীপুর ।
এবছর পরীক্ষা দিয়েছিলেন ৭,৬৪,৪৪৮। তার মধ্যে পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী । মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও ছেলেদের টেক্কা দিল মেয়েরা । তবে, পাশের হারের নিরিখে এগিয়ে ছেলেরা ।
পাসের হারের নিরিখে প্রথম দশে রয়েছে যে জেলাগুলি, সেগুলি হল, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি ও বীরভূম ।
চলতি বছর উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হল ।