শুক্রবার অর্থাৎ ১০ জুন বেলা ১২ টায় প্রকাশিত হবে ২০২২ এর উচ্চ মাধ্যমিক (West Bengal HS result 2022) পরীক্ষার ফলাফল। ওয়েবসাইটেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।
সকাল দশটায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Higher Secondary Board)।
wbresults.nic.in, wbbse.wb.gov.in, exametc.com, results.shiksha, schools9.com, vidyavision.com, fastresult.in, www.wbresults.nic.in, www.exametc.com, www,results.shiksha, www.indiaresults.com, schools9.com, vidyavision.com, fastresult.in ইত্যাদি ওয়েবসাইট থেকে জানা যাবে পরীক্ষার ফল।
করোনার প্রভাব খানিকটা কাটায় মাধ্যমিকের পর এই বছর উচ্চ মাধ্য়মিক পরীক্ষা নেওয়া হয়েছিল অফলাইনে। এই প্রথম হোম সেন্টারে পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা। গত ২৭ এপ্রিল শেষ হয়েছিল পরীক্ষা। পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় এবার ফল প্রকাশ হতে চলেছে।