২৪ মে, বুধবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, বেলা বারোটায়। সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করবে উচ্চ শিক্ষা সংসদ।পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন দুপুর সাড়ে বারোটা থেকে। স্কুলে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে ৩১ মে, ২০২৩ থেকে।
চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে সংসদ। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে আট লক্ষ, যা মাধ্যমিক পরীক্ষার্থীর তুলনায় প্রায় আড়াই লক্ষ বেশি।
RRR: 'আরআরআর' খ্যাত অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে
সপ্তাহ খানেক আগে টুইট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা করেন।