প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০২৩-এর পরীক্ষার ফলাফল। এ বছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার, আর এই সাড়ে আট লক্ষের বেশি পরীক্ষার্থীর জীবনে এটাই ছিল প্রথম বড় পরীক্ষা। এর আগে মাধ্যমিক দেওয়ার অভিজ্ঞতাই নেই কোনও পরীক্ষার্থীর।
অতিমারিকালে দু'বছর ধরে মাধ্যমিক পরীক্ষাই হয়নি। তাই এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাইরের স্কুলে গিয়ে পর্ষদের পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি। চলতি বছরের মার্চে হওয়া উচ্চমাধ্যমিকই ছিল তাঁদের জীবনের প্রথম বড় পরীক্ষা।
এবছর পাশের হার ৮৯.২৫ শতাংশ । মেয়েদের তুলনায় এগিয়ে ছেলেরা । মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে পাশের হারের নিরিখে ফের সেরা পূর্ব মেদিনীপুর । দুই নম্বরে দক্ষিণ ২৪ পরগণা, তিন কালিম্পং । দশে রয়েছে কলকাতা ।
উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম 10 জনের মধ্যে রয়েছে 87 জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন দুপুর সাড়ে বারোটা থেকে। স্কুলে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে ৩১ মে, ২০২৩ থেকে।
চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ