রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayet Election 2023) লড়তে চায় 'অখিল ভারতীয় হিন্দু মহাসভা' (Hindu Mahasava)। সম্প্রতি কলকাতার কসবা এলাকার হিন্দু মহাসভা একটি দুর্গাপুজোর আয়োজন করে। মন্ডপে অসুরের মুখ মহাত্মা গান্ধীর আদলে তৈরি হয়। সেই পুজো শিরোনামে আসে। এবার ভোটের ময়দানে নামতে চায় হিন্দু মহাসভা।
সংগঠনের পক্ষ থেকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে। তবে, শর্ত, প্রার্থীদের প্রকৃত হিন্দু হতে হবে। রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তিনি অগ্রনী। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপির কোনও প্রার্থী হিন্দু হলে প্রাথী হতে পারেন বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন বলেও দাবি হিন্দু মহাসভার রাজ্য সভাপতির।
আরও পড়ুন: সুষ্ঠুভাবে নির্বাচন করতে মুখ্য়সচিবের সঙ্গে বৈঠক, চিহ্নিত ৫ স্পর্শকাতর জেলা