তৃণমূলে(TMC) যোগ দিলেই খড়্গপুর পুরসভার চেয়ারম্যান। এবার তাঁকে ঘিরে এই গুজব ওড়ালেন স্বয়ং বিজেপি(BJP) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়(Hiran Chatterjee)। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে এসে একথা জানান বিজেপির অভিনেতা-বিধায়ক(BJP MLA)।
এবারের পুরভোটে খড়্গপুর পুরসভার(Kharagpur Municipal Election 2022) ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন বিধায়ক হিরণ। সূত্রের খবর, তারপরই জল্পনা শুরু হয়েছিল এই অভিনেতাকে নিয়ে। গুজব রটে আগামী কয়েকদিনের মধ্যেই বিজেপি(BJP) ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দেবেন হিরণ। তাঁকেই করা হবে পুরসভার চেয়ারম্যান(Chairman of Kharagpur Municipality)। কিন্তু সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে এসে সেই জল্পনা উড়িয়ে দিলেন অভিনেতা বিধায়ক।
আরও পড়ুন- Sukanta Majumder: সুকান্ত মজুমদারকে দেখানো হল কালো পতাকা, পাল্টা প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বিজেপির
এই গুজব উড়িয়ে হিরণের দাবি, ‘‘পুরসভায় ২০টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল(TMC)। তাই ওরাই বোর্ড করবে এটাই স্বাভাবিক। আমি বিরোধী দলের বিধায়ক ও বিরোধী দল বিজেপির(BJP) প্রতীকেই কাউন্সিলর নির্বাচিত হয়েছি। তাই কোনওভাবেই খড়্গপুর পুরসভার চেয়ারম্যান(Chairman of Kharagpur Municipality) হওয়া আমার পক্ষে সম্ভব না।’’
তিনি(Hiran Chatterjee) আরও বলেন, ‘‘আমাকে নিয়ে সংবাদমাধ্যমে অনেক লেখালেখি হচ্ছে। দেখতে পাচ্ছি। কোনও কিছুই সত্য নয়। তবে আমি একজন অভিনেতা আমাকে নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি হলে ভালই লাগে।’’