ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
১৯৫৪ সালের ১ মার্চ বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা অর্থাৎ 'হাইড্রোজেন বোমা' পরীক্ষা করা হয়েছিল। এটিকে মানব ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। এই ঘটনা থেকে অনুমাণ করা যেতে পারে যে এই বোমার বিস্ফোরণের তীব্রতা হিরোশিমা ধ্বংসকারী পারমাণবিক বোমার চেয়ে বহুগুণ বেশি ছিল।
এই দিনে অর্থাৎ ১৯৬৯ সালের ১ মার্চ, দিল্লি এবং হাওড়ার মধ্যে দেশের প্রথম সুপারফাস্ট ট্রেন চালানো হয়। 'ব্রডগেজ লাইনে' ওই ট্রেন চালানো হয়েছিল। যদিও দেশের প্রথম ট্রেনটি ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ছত্রপতি শিবাজি টার্মিনাল থেকে থানে পর্যন্ত চালানো হয়েছিল।
১৮৯৬ সালের ১ মার্চ ফরাসি পদার্থবিদ হেনরি বেকারেল 'তেজস্ক্রিয়তা' আবিষ্কার করেন। পরীক্ষা চালানোর সময় হেনরি একটি ফটোগ্রাফিক প্লেটকে কালো কাগজে মুড়ে দেন। এবং তাতে ফসফরসেন্ট লবণ ঢেলে দেন। যা অন্ধকারে জ্বলজ্বল করতে শুরু করে। যেখান থেকেই তেজস্ক্রিয়তা আবিষ্কার করে।