চেনা মেজাজে বসন্ত উৎসব (Basanta Utsav 2022) পালন দুর্গাপুরে (Durgapur)। বৃহস্পতিবার দুর্গাপুরের ১৩ নম্বর মেনগেট এলাকায় প্রভাতফেরির আয়োজন করে তৃণমূল নেতা ও কর্মীরা। দায়িত্বে ছিলেন পুরসভার মেয়র পারিষদ রাখি তিওয়ারি ও স্থানীয় কাউন্সিলর লাভলী রায়। অংশ নেয় এলাকার শিশু ও মহিলারা। পদযাত্রার পাশাপাশি নৃত্য পরিবেশনও হয়। বসন্ত উৎসব উপলক্ষে আবির খেলাও চলে।
কোভিডের (Covid 19) জন্য গত ২ বছর বসন্ত উৎসব পালনে নিষেধাজ্ঞা ছিল। এবার সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় সেই চেনা ছন্দে হচ্ছে উৎসবের উদযাপন। দুর্গাপুরে বৃহস্পতিবার সকালে প্রভাতফেরিতে অংশ নেন এলাকায় মহিলা ও শিশুরা। বসন্ত উৎসবের গানের তালে চলে শিশুদের নৃত্য পরিবেশন।
আরও পড়ুন: মাধ্যমিকের রেজাল্ট কবে ? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ
দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ধর্মেন্দ্র যাদব বলেন, "বৃহস্পতিবার আমরা বসন্ত উৎসব উপলক্ষে প্রভাতফেরির আয়োজন করেছিলাম। এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন।"