দুর্গাপুজো মানেই বাঙালির খাওয়া-দাওয়া। রেস্তরাঁয় কবজি ডুবিয়ে খাওয়া যেমন আছে, তেমনই আছে পুজোর ভোগ। শালপাতার থালায় খিচুড়ি, লাবড়া, চাটনি, মিষ্টি, পায়েস। এসবও কি ভোলা যায়। ব্যস্ত কর্মজীবনে প্যান্ডেলে বা পঙক্তিতে বসে খাওয়ার সুযোগ আর কোথায়! সেই আক্ষেপ মিটবে এবার। দুর্গাপুজোর পাঁচদিন মহাভোগকে এবার ঘরে ঘরে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দফতর।
এর আগে দোল ও রাখিপূর্ণিমাতেও একই উদ্যোগ নিয়েছিল পঞ্চায়েত দফতরের অধীনস্থ সংস্থা কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন বা CDS। বিশেষ নম্বরে অর্ডার দিতে হবে। তা হলেই ঘরে পৌঁছে যাবে খিচুড়ি, লাবড়া, ভাত, পাঁঠার মাংস বা চিংড়ির মালাইকারি। পাঁচদিনের কথা মাথায় রেখেই মেনু তৈরি করেছে CDS।
পুজোর পাঁচদিন বিশেষ থালি চালু করেছে CDS।
ষষ্ঠীর মেনু
ভাত, সোনা মুগের ডাল, চিংড়ি দিয়ে আলুকপির ডালনা, দেশি বনমোরগের ঝোল, চিংড়ির মালাইকারি, চাটনি ও মিষ্টি।
সপ্তমীর মেনু
স্বর্ণচূড়া চালের ভাত,মাছের মাথা দিয়ে ডাল, ফিস ওড়লি দু-পিস, কাতলা কালিয়া ও ইলিশ পাতুরি। সঙ্গে চাটনি ও মিষ্টি
এই মহাভোগ থালির দাম ৫০০ টাকা।
অষ্টমীর মেনু
অষ্টমীতে অনেকেই নিরামিষ খান। এদিন থাকছে, খিচুড়ি, লাবড়ার তরকারি, বেগুনি, বাসন্তী পোলাও, ছানার পুর দিয়ে পটলের দোরমা, ছানার কোফতা, চাটনি, মিষ্টি।
অষ্টমীর থালির দাম ৪৭৫ টাকা।
নবমীর মেনু
নবমীর দিন বিরাট আয়োজন থাকছে।
বাসমতী চালের ভাত, গাওয়া ঘি, শুক্তো, ভেটকি পাতুরি। সঙ্গে কচি পাঠার ঝোল, চাটনি ও মিষ্টি।
প্রতি প্লেটের দাম ৫৫০ টাকা
দশমীর মেনু
দশমীতে মিষ্টির আধিক্য অনেকটাই বেশি থাকছে। থাকছে সাদা পোলাও, নবরত্ন, ঝুলি আলুভাজার সঙ্গে পান্তুয়া, ল্যাংচা, রসগোল্লা, নিকুতি। পশ্চিম মেদিনীপুরের বালুসাই। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পায়েস।
এই প্লেটের দাম থাকবে ৩৭৫ টাকা।
অর্ডার দিতে হোয়াটসঅ্যাপ করুন -৯৪৩২২০৭১৩১, ৯৭৩৪৩৯৯৯১৫, ৮২৪০৬২২৩৪৬, ৯৭৩৫৯২৯৪১৩- এই নম্বরগুলিতে। তাহলেই আপনার ঘরে চলে আসবে মহাভোগ।