মাত্র আট বছরের শিশুকে বাড়ির গনেশ ঠাকুরের মূর্তি দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। এমনকি ভোঁতা ছুরি দিয়ে কোপানোর অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শনগরে এলাকায়।
জানা গিয়েছে, চতুর্থ শ্রেণির পড়ুয়া ওই শিশুটির বাবা বেসরকারি সংস্থায় চাকরি করেন। শিশুটির মা একটি কসমেটিক্সের দোকানে কাজ করেন। সন্ধ্যের সময় বাড়িতে একাই থাকত ওই শিশুটি। শুক্রবারও অন্যথা হয়নি।
সন্ধ্যের সময় খুড়তুতো বোন বাড়িতে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। মেয়েটির চিৎকারে পাড়ার লোক জড়ো হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, পাড়ার এক দাদার সঙ্গে স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যে ঝগড়া হত শিশুটির। সেখান থেকেই খুন কি না তা তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন - সন্দেশখালিতে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল, ঘুরে দেখলেন গ্রামগুলির পরিস্থিতি
পুলিশের অনুমান, ওই শিশুকে প্রথমে ইট দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়। এরপর খাবারের টেবিলে থাকা ফল কিংবা সবজি কাটার ছুরি দিয়ে আঘাত করা হয়। আঘাতের জেরে বেঁকে যায় ভোঁতা ছুরিটি। ইতিমধ্যেই খুনে ব্যবহৃত ছুরি, ইট, গণেশ মূর্তি বাজেয়াপ্ত করা হয়েছে।