পুজোর আর ১০ দিনও বাকি নেই। শরৎ-এর আবহে জল ঢেলেছিল অকাল শ্রাবণ। তবে আকাশের মতি ফিরতেই বেজায় ব্যস্ততা শুরু হয়েছে হুগলির পটুয়াপাড়ায়। সময়ে প্রতিমা ডেলিভারি দেওয়াই এখন প্রধান লক্ষ্য মৃৎশিল্পীদের। তাই বৃষ্টি কমতেই রাত দিন এক করে কাজ করে চলেছেন তাঁরা। যদিও অন্যান্যবারের তুলনায় এবার ঠাকুরের বেশ ভাল দাম পাওয়া যাচ্ছে বলেই জানিয়েছেন শিল্পীরা।
Jhargram-Durga Puja: কোনও ব্রাহ্মণ নয়, ঝাড়গ্রামের জয়চণ্ডী মা পুজো নেন লোধা জনজাতির হাতেই
দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে রাজ্য সরকারের পুজো কমিটি গুলিকে অনুদান দেওয়াতে পরোক্ষ ভাবে উপকৃত হয়েছেন মৃৎ শিল্পীরাও। তাঁদের কথায়, সরকারি অনুদান বাড়তেও হাত খুলেই বারোয়াড়িগুলি খরচ করছে প্রতিমার জন্য।