হুগলির জাঙ্গিপাড়ার কিশোরীর রহস্যমৃত্যুতে ৪ জনকে গ্রেফতার পুলিশের হরিপাল থেকে গ্রেফতার করা হয় তাদের।। দশমীর সন্ধ্যায় তিন বন্ধুকে নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করেছিল প্রেমিক। বন্ধুদের উপস্থিতিতে প্রেমিকার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করতে চেয়েছিল সে। বাধা পেতেই প্রেমিকাকে জলে ফেলে দেয় ক্ষুব্ধ প্রেমিক। সাঁতার না জানায় পুকুর থেকে আর উঠতে পারেনি। কিশোরীর রহস্যমৃত্যুতে এমনই দাবি পুলিশের। পুলিশের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যেই এই হত্যারহস্যের কিনারা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এক নাবালক আত্মীয়ের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল। দশমীর রাতে সেই প্রেমিকের ডাকে পুকুড়পাড়ে যায় ওই বারো বছরের কিশোরী। পুলিশ দাবি করেছে, ডাকাতিয়া খালের পাশে ওই পুকুরপাড়ে যৌন সম্পর্ক করতে চায় তার প্রেমিক। নাবালিকা বাধা দেয়। এরপর তিন বন্ধুকে ডাকে। সবাই মিলে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় চারজনই মত্ত অবস্থায় ছিল। তাঁদের বিরুদ্ধে খুন, অপহরণ, পকসো মামলার বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৫ অক্টোবরের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই নাবালিকার। পুলিশ সুপার জানান, কোনও পুলিশকর্মীর গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।