ঘুড়ির প্যাঁচে আটকে গেল পুলিশের ড্রোন। যা নিয়ে জেরবার পুলিশ। পৌষ সংক্রান্তিতে ঘুরে ওড়ানোর রেওয়াজ প্রাচীন। হুগলির একাধিক জায়গা-সহ শ্রীরামপুরেও রয়েছে এই রেওয়াজ। কিন্তু ঘুড়ির সুতো বা চিনা মাঞ্জায় যাতে দুর্ঘটনা না ঘটে সেই দিকে বাড়তি নজর ছিল পুলিশের।
সেই কারণেই দুর্ঘটনা রুখতে ড্রোন ক্যামেরা চালিয়ে নজরদারি চালাচ্ছিল শ্রীরামপুর থানার পুলিশ। সেই ড্রোনকেই ঘুড়ির প্যাচে ফেলল ঘুড়ি উড়িয়েরা। জানা গিয়েছে, শ্রীরামপুর পাঁচ বাবুর বাজার, রেলওয়ে ব্রিজে ঘুড়ির প্যাঁচ খেলা চলছিল। সেই সময় পুলিশের ড্রোন সেই প্যাঁচে পড়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়।
আরও পড়ুন - বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতির ঝুলন্ত দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা
মূলত চিনা মাঞ্জায় দুর্ঘটনার রুখতেই ড্রোনে নজরদারি চালানো হচ্ছিল। তবে, ঘুড়ি উড়িয়েদের দাবি, প্রতিবছরই ঘুড়ি ওড়ান তাঁরা। কটনের সুতো ব্যবহার করেন। চীনা মাঞ্জা সুতো ব্যবহার করেন না। কিন্তু বাকিদেরও সচেতন থাকা প্রয়োজন।