যুদ্ধ লেগেছে ইজরায়েলে। যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে অশান্তি থামার নাম করছে না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এই আবহেই ঘুম উড়েছে হুগলির এক পরিবারের। বাড়ির ছেলে গবেষণার কাজে ইজরায়েলের বাণিজ্য নগরী তেল আভিভে রয়েছেন। গত দেড় বছরই ওই দেশেই ছেলে। কিন্তু বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় দুচোখের পাতা এক করতে পারছেন না ইজরায়েলে কর্মরত গবেষক সৌরভ কুমারের স্ত্রী এবং পরিবার।
CV Anand Bose meets Amit Shah: আর্থিক বঞ্চনা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা, চিঠি দিয়ে জানালেন রাজ্যপাল
সৌরভের স্ত্রী অনিন্দিতা জানান, পুজোর আগে ১৬ তারিখ বাড়িতে আসারও কথা ছিল সৌরভের। কিন্তু এই মুহূর্তে দেশের যুদ্ধ পরিস্থিতির জন্য সমস্ত বিমান বাতিল হয়ে গিয়েছে। এই সময় ফোনই ভরসা। নিয়মিত সৌরভের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলেছেন তাঁর পরিবার। আপাতত ইউনিভার্সিটির ক্যাম্পাসই তাঁর সেল্টার। সাইরেন বাজলেই চুপ করে ঢুকে যেতে হচ্ছে ইউনিভার্সিটিতে। সৌরভের পরিবারের দাবি, ভারত সরকার তাঁদের ফিরিয়ে আনার পদক্ষেপ করুক।