সাধু হতে চেয়ে গৃহত্যাগী হয়েছিল উত্তরপাড়ার একাদশ শ্রেণির এক পড়ুয়া । পরনে গামছা, হাতে লাঠি ও লোটা...ঠিক এমন বেশেই উত্তরপাড়ার রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই নিখোঁজ হওয়া ছাত্রের ছবি । ছেলেকে এভাবে দেখে চোখের জল বাঁধ মানছে না পরিবারের । উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাম সীতা ঘাট রোডের ঘটনা ।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে নিখোঁজ হয় আদর্শ তিওয়ারি নামে ওই পড়ুয়া । গঙ্গা স্নান করতে যাওয়ার নামে একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে । কিন্তু, সে আর বাড়ি ফেরেনি । এরপর বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয় তাঁর । তখনই জানা যায়, সাধু হওয়ার লক্ষ্যে গৃহত্যাগী হয়েছে সে ।
গৃহত্যাগী হওয়ার আগে লেটার বক্সে একটি চিঠিও লিখে যায় সে । চিঠিতে লেখা ছিল, নিজের ইচ্ছায় ঘর ছেড়ে আধ্যাত্বিক পথে যেতে চায় সে । ২৪ মে জন্মদিনের দিনই দীক্ষা নিতে চায় সে । তাই সে বাড়ি ছেড়েছে । চিঠিতে সে এও জানায়, প্রথমে নবদ্বীপ ও পরে বৃন্দাবন যাবে আদর্শ । এরপর সিসিটিভি ফুটেছে তাঁর সাধু বেশের ছবি ধরা পড়ে মঙ্গলবার ভোরে ।
আদর্শের দাদু প্রেমনাথ তিওয়ারি জানান, সাধুদের বই পড়ত তাঁর নাতি । গীতা, কোরান, বাইবেলের মতো ধর্মীয় বইগুলিও পড়ত । পুজো-পাঠেও মন দিয়েছিল সে । বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসুক, চাইছেন পরিবারের লোকেরা ।