গত দশ বছর ধরেই বাংলার কার্যত ঘরের মেয়ে হয়ে উঠেছেন ‘দিদি নং ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee), কিন্তু তাঁর দায়িত্ব আরও একটু বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধমবার ভোট ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলিতে তাঁর বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চে তাঁকে নাতি দূরে নিয়ে মঞ্চে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এখন দেখার অভিনেত্রী থেকে কতটা ‘নেত্রী’ হয়ে উঠতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে রচনা। গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে তিনি ‘দিদি নং ওয়ানের’ সঞ্চালনা করে চলেছেন।
Sandeshkhali-BJP : ১৭% প্রার্থী বিজেপি-ফেরৎ, খোঁচা মালব্যর, সন্দেশখালিতে লিড চান সুকান্ত
একসময় মিস ক্যালকাটাও হয়েছিলেন তিনি, কিন্তু রচনা নামে নয়। শুরুতে তিনি ছিলেন ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় (Jhumjhum Banerjee), কিন্তু তাঁর রচনা নামটি দেওয়া প্রয়াত অভিনেতা সুখেন দাসের। টলিপাড়ার দাপুটে এই অভিনেত্রী এবার তৃণমূলের অন্যতম তুরুপের তাস। রচনা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি অনেকদিন থেকেই তৃণমূলের সমর্থক। তিনি নারীবাদের সমর্থক, নারীশক্তির সমর্থক তাই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমর্থক।