গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে দু মাস আগেই। কিন্তু চিকিৎসকের তরফে তা জানানো হয়নি। এই ঘটনা জানাজানি হতেই নার্সিংহোমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল রোগীর বাড়ির আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার রানাঘাটে।
পরিবারের অভিযোগ, বেসরকারি হাসপাতালের চিকিৎসকের গাফিলতিতে মাস দুয়েক আগে মৃত্যু হয়েছে গর্ভস্থ সন্তানের। কিন্তু তা জানানো হয়নি। কয়েকদিন আগে আল্ট্রাসনোগ্রাফি করায় বিষয়টি জানাজানি হয়। এবং অপারেশন করে মৃত বাচ্চাকে বের করা হয়। বর্তমানে রোগীর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। এর পরেই রানাঘাট হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী রোগীর বাড়ির তরফে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এবিষয়ে বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রোগীর পরিবারের সদস্যরা।