এখনই ভ্যাপসা গরম থেকে (Hot and humid weather) মুক্তি পাচ্ছে না কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গ (South Bengal)। বরং আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত গরম আরও বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর সোমবার জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়বে। গরমের সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
West Bengal Weather Update: আজই হাওয়া বদল? কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস
দিন কয়েক আগেই বর্ষা ঢুকেছে রাজ্যে। কিন্তু আপাতত উত্তরবঙ্গে বর্ষা থমকে রয়েছে। এর জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু সেই বিক্ষিপ্ত বৃষ্টিতে গরম কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।