একটু ছুটি বা ফুরসৎ মিলতেই মন্দারমনি, দিঘার উদ্দেশে বেরিয়ে পড়ে বাঙালি। ব্যাচেলার, কাপলদের মধ্যেও এই সৈকতনগরীর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছিল। সঙ্গে বাড়ছিল অপরাধ প্রবণতাও। অর্থাৎ, অপরাধীরা-দুষ্কৃতীরা গা ঢাকা দেওয়ার জন্য দিঘা-মন্দারমনির হোটেলে গিয়ে উঠতেন। এবার নয়া উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
Odisha Tiger: কালো ডোরা কাটা শরীর, ওড়িশার অদ্ভুত দর্শন বাঘ দেখে নেটপাড়ায় হইচই
পর্যটকদের দিঘা-মন্দারমনিতে এসে নিজেদের সমস্ত নথি অন্তর্ভুক্ত করতে হবে ‘অতিথি’ নামে একটি পোর্টাল তৈরি করা হয়েছে। পর্যটকরা হোটেলে ওঠার পর, সেখানেই পুলিশের 'অতিথি' পোর্টালে নিজেদের নাম ধাম নথিভুক্ত করতে পারবেন।