হ্যারি পটারের হগওয়ার্টস স্কুলের জনপ্রিয়তা রয়েছে বিশ্বব্যাপী ভক্তদের মনে। সেই হগওয়ার্টস স্কুলে পড়ুয়াদের চারভাগে ভাগ করা হয়। এক-একভাগে এক-একটি হাউজ। পড়ুয়াদের সামগ্রিক বিকাশের উদ্দেশ্যেই রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলির জন্য এই অভিনব পরিকল্পনা গ্রহণ করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সংশিষ্ট বিষয়ের জন্য নির্দিষ্ট গাইডলাইনও।
স্কুলের হাউজগুলির নামকরণ করতে বলা হয়েছে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন এমন ঐতিহাসিক ব্যক্তিত্ব তথা মনীষীদের নামে। জেলাভিত্তিক নির্দিষ্ট কমিটির অনুমোদনেই চূড়ান্ত করা হবে হাউজের নাম।
ষষ্ঠ শ্রেণিতে উঠলেই পড়ুয়াদের এই বিশেষ হাউজ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। হাউজগুলি নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মানসিক বিকাশ ও বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার দিকে নজর দেবে। শিক্ষা, খেলাধুলা, সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী ও অন্যান্য কার্যাবলীর ভিত্তিতে প্রতি বছরের 'সেরা হাউজ' ঘোষণা করবেন প্রধান শিক্ষক।
শুধু তাই, নয়, পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে তৈরি সংসদীয় ব্যবস্থায় থাকবে মন্ত্রিসভাও।