দিল্লিতে চলছে সরকার গঠনের বৈঠক। একদিকে বৈঠকে NDA, অন্যদিকে কৌশল ঠিক করছে ইন্ডিয়া। তারমধ্যে রাজ্যের ভোটের ফলের পর সামনে এল আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। গত মার্চ মাসে ভোট ঘোষণার পর থেকে গত ৩০ মে পর্যন্ত একাধিক কেন্দ্রের জন্য রাজ্যে মোট ২৩টি নির্বাচনী প্রচার করেছিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। সেই হিসাব কষে দেখা যাচ্ছে এর মধ্যে ১২টি কেন্দ্রে হেরেছে বিজেপি। জিতেছে মাত্র সাতটি আসনে।
সরকারি প্রকল্পের কাজ হাতে নিয়ে ভোটের আগে রাজ্যে চার জায়গায় জনসভা করেছিলেন মোদী। এরমধ্যে একটি ছিল বারাসত। যেখানে যোগ দিয়েছিলেন পরবর্তী সময়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনিও পরাজিত। উত্তরবঙ্গের কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের কাকদ্বীপ, এই পরিধির মধ্যে এবার ২৩টি জনসভা করেছিলেন মোদী।
বাংলার ফলে দেখা গিয়েছে, আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত, কোচবিহার, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর, হাওড়া, হুগলি, বারাকপুর, ঝাড়গ্রাম, যাদবপুর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীরা। বিজেপি জিতেছে, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর আসনে।
রাজনৈতিক মহলের মতে, এর মধ্যে হুগলির আরামবাগ একমাত্র কেন্দ্র, যেখানে খুব ব্যবধানে হেরেছে বিজেপি। এই আরামবাগে একবার নয়, দু বার জনসভা করতে এসেছিলেন মোদী। একবার ভোট ঘোষণার আগে। আরেকবার ভোট ঘোষণার পরে। এছাড়া বালুরঘাট ও বিষ্ণুপুরে কোনও রকমে হার বাঁচিয়েছে পদ্ম শিবির।