নিম্নচাপের ভ্রুকুটি থেকে কিছুতেই রেহাই মিলছে না বঙ্গবাসীর। লাগাতার কয়েকদিন টানা বৃষ্টির পর অবশেষে বুধবার সকাল থেকে একটু রোদের দেখা পাওয়া গিয়েছে। এদিকে খাতায় কলমে শরত এন্ট্রি নিলেও, তার আমেজের ছিটেফোঁটাও উপভোগ করতে পারেনি বাংলার মানুষ। প্রশ্ন একটাই কবে থামবে এই বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বুধবারেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় জারি হলুদ সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতা সহ সংলগ্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্রে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এক ধাক্কায় নেমেছে তাপমাত্রাও। গ্রীষ্মের দাপট কাটিয়ে এখন খানিক মনোরন তিলোত্তমা। বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি, এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।