বিভিন্ন সময় হাসপাতালের বিলে(Hospital Bill) কারচুপির অভিযোগ তোলেন রোগীর আত্মীয়রা। জোর করে পয়সা আদায়ের জন্যই অহেতুক ওষুধ বা সার্জারির অভিযোগও ওঠে নানা সময়। এবার সেই সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটাতে চিকিৎসা শেষে বিল জানাবার সিদ্ধান্ত নিল কলকাতা মেডিক্যাল কলেজের(Calcutta Medical College Hospital) রোগী কল্যাণ সমিতি। সোমবার তাঁদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলেই খবর। এর ফলে হাসপাতালের বিলে আরও স্বচ্ছতা আসবে বলেই ধারণা রোগী কল্যাণ সমিতির।
প্রাথমিকভাবে কার্ডিওলজি-সহ খরচসাপেক্ষ বিভাগগুলির চিকিৎসার খরচ(Costly Treatment) জানানো হবে। পরবর্তীতে অন্যান্য বিভাগের খরচের কথাও উল্লেখ থাকবে বিলে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) নির্দেশের পরেই রোগীর পরিবারকে চিকিৎসা সংক্রান্ত বিল দিতে শুরু করে আরজি কর হাসপাতাল(RG Kar Hospital)। এবার সেই একই পথে হাঁটতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন- Jhargram Elephant Video: ধানজমিতেই জন্ম নিল নবজাতক, বুনো হাতির কাণ্ডে হতবাক ঝাড়গ্রামের মানুষ
সোমবার বৈঠকে ছিলেন তৃণমূলের চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়(TMC MLA Sudipta Roy)। তিনি জানান, এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। অন্যদিকে, স্বচ্ছতা বাড়ায় আরও বেশি করে সরকারি হাসপাতালের উপরে নির্ভরশীলতা বাড়বে বলেই মত চিকিৎসক মহলের।