ফের মাথা চাড়া দিয়েছে করোনা৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার মহড়ার প্রথম দিনেই রাজ্যের ৪৪টি সরকারি হাসপাতাল ঝালিয়ে নিল তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরিষেবা৷ কলকাতার ৫ টি, দক্ষিণ ২৪ পরগণার এম.আর বাঙ্গুর সহ মোট রাজ্যের ৩৮ টি হাসপাতালে চলল মহড়া৷ স্বাস্থ্যভবনের দেওয়া চেকলিস্ট মিলিয়ে রিপোর্ট তৈরির কাজ সম্পূর্ণ করা হয়েছে।
Kolkata Metro service resumes : খারাপ রেক সরানো হয়েছে, স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা
উল্লেখ্য, আগের বারের ভয়াবহ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই নড়েচড়ে বসেছে প্রশাসন৷ স্বাস্থ্য মন্ত্রক খতিয়ে দেখতে চাইছে, করোনা রুখতে হাসপাতালগুলি কতটা প্রস্তুত। ফের অতিমারি এলে কতটা সামলাতে পারবে হাসপাতালগুলি, সেই ভেবেই দেশের বিভিন্ন হাসপাতালে চলছে প্রস্তুতির মহড়া৷