খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতোই সাধারণ মানুষের প্রাথমিক চাহিদা সুস্বাস্থ্য। সুস্থভাবে বেঁচে থাকতে পারলেই চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব কঠিন জীবন যুদ্ধ। কিন্তু অনেকক্ষেত্রেই নুন আনতে পান্তা ফুরনো খেটে খাওয়া মানুষের সংসারে চিকিৎসার পিছনে পয়সা খরচ করা একপ্রকার অসাধ্য হয়ে ওঠে। সকল রাজ্যবাসীর সুস্বাস্থ্য গঠনে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ (Swastha Sathi Scheme) চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এই কার্ডের মধ্যেমে পশ্চিমবঙ্গের যেকোনও বাসিন্দাই বিনামূল্যে স্বাস্থ্য বিমার মাধ্যমে চিকিৎসা করানোর সুযোগ পাবেন।
এই কার্ডের মাধ্যমে এবার আর শুধু রাজ্যে নয় বাংলার বাইরেও চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। অনেকক্ষেত্রেই কিছু জটিল রোগের চিকিৎসা কলকাতায় করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বেশিরভাগ সময়ই রোগীকে ভেলোরে নিয়ে যেতে বলা হয়। CMC ভেলোরে গিয়ে স্বাস্থ্যসাথীর সুবিধা কীভাবে মিলবে? এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার, রাজ্যের বাইরে দেশের মধ্যে একমাত্র সিএমসি ভেলোরেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। তবে এক্ষেত্রে কার্ড থাকলেই তারা ভেলোরে চিকিৎসা পাবেন না। সম্প্রতি স্বাস্থ্য দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও রোগের চিকিৎসা যদি পশ্চিমবঙ্গে না হয় সেক্ষেত্রে এখানকার ডাক্তাররা ভেলোরে রেফার করলে স্বাস্থ্যসাথীর সুবিধাভোগীরা ভেলোরে চিকিৎসা করানোর সুযোগ পাবেন।