যত দিন যাচ্ছে ততই ডেঙ্গির প্রকোপ বাড়ছে। শুধু কলকাতা নয়, জেলায় জেলায় ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। বাড়ছে মৃতের সংখ্যাও। আক্রান্তের তালিকায় রয়েছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই।
নভেম্বর পর্যন্ত ডেঙ্গির প্রকোপ থাকবে। তারপর ঠান্ডা পড়তে শুরু হলে ধীরে ধীরে কমবে ডেঙ্গির চোখরাঙানি। ডেঙ্গি থেকে বাঁচতে একাধিক পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, শিশু হোক বা বৃদ্ধ অথবা মাঝবয়সী, সবসময় ফুলহাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকতে হবে। রাতে অবশ্যই মশারি খাটিয়ে শোয়া উচিত, পাশাপাশি মশা মারার ক্রিমও ব্যবহার করা যেতে পারে।
অন্যদিকে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোনওভাবেই যেন জল না জমে সেদিকে নজর রাখা উচিত। প্রয়োজনে ঘরের জানলায় নেট লাগিয়ে রাখা দরকার। মশা তাড়ানোর জন্য রয়েছে একাধিক ভেসজ ধূপ। সেগুলি ব্যবহার করা যেতে পারে।
Read More- দমদমের বৃদ্ধ খুনে উদ্ধার অস্ত্র, জেরায় খুনের কথা স্বীকার ধৃত সৌরভের
খাবারের দিকেও যথেষ্ট নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অতিরিক্ত জল, শাকসবজি খেতে হবে বেশি করে।