ছবি তোলার জন্য স্মার্টফোনের উপরেই ভরসা নেটিজেনদের। একদিকে যেমন সহজেই বহন করা যায় তেমনই AI প্রযুক্তি ইনবিল্ড করার ফলে ঝকঝকে ছবি তোলাও সম্ভব। কিন্তু দামী স্মার্টফোন থাকার পরেও ভালো কোয়ালিটির ছবি ওঠে না। ফোনের কয়েকটি সমস্যার কারণে এই পরিস্থিতি সম্মুখীন হতে পারে। জেনে নিন কীভাবে সমাধান করবেন।
লেন্স ক্লিনিং- ক্যামেরা লেন্সের ভিতরের দিকে অনেকসময় ধুলো জমা হয়। যা বাইরে থেকে পরিষ্কার করা সম্ভব নয়। প্রয়োজনে কোনও সার্ভিস সেন্টার থেকে লেন্স পরিষ্কার করা জরুরি।
সেটিংস- যখন ছবি তুলছেন সেই সময়ের আলোর উপর নির্ভর করে ক্যামেরা সেটিংস বদল করা প্রয়োজন। কারণ ম্যানুয়াল সেটিংসের ক্ষেত্রে আলোর পরিবর্তনে ছবির কোয়ালিটি খারাপ হতে পারে।
AI ফিচার ব্যবহার- বর্তমানে প্রতিটি স্মার্টফোনে AI ফিচার দেওয়া হয়। ওই ফিচার ব্যবহার করলে অত্যন্ত ভালো ছবি তোলা সম্ভব। সেকারণে ফোনে AI অপশন থাকলে তা ব্যবহার করা জরুরি।
সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোর ব্যবহার। ছবি তোলার সময় অবশ্যই লাইটের সঠিক ব্যবহার করা উচিত। হার্ড লাইট না ব্যবহার করে সফ্ট লাইটে ছবি তুললে অনেক্ষেত্রেই ভালো ছবি পাওয়া সম্ভব।