গ্রেফতার হওয়ার পর সোমবার জেলে প্রথম রাত কাটালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার রাত থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার রাতে তাঁকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সূত্র মারফত জানা গিয়েছে, রাতে ED হেফাজতে মাটিতে শুয়েই কাটিয়েছেন মন্ত্রী। বাড়ির খাবারই খেতে দেওয়া হয়েছিল তাঁকে। এবং খাওয়ার শেষে প্রয়োজনীয় চারটি ওষুধ খেয়েছেন। শোয়ার জন্য গদি দেওয়া হয়েছিল। যদিও রাতে তাঁর ঘুম হয়নি বলেই খবর। মাঝরাতে একাধিকবার হাঁটাচলাও করেন। মঙ্গলবার সকালে উঠে প্রথমেই ওষুধ খান তিনি। তারপর লিকার চা, বিস্কুট এবং পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট সারেন।
হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে এলেন, রাতেই সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন জ্যোতিপ্রিয় মল্লিক
শুক্রবার ব্যাঙ্কশাল আদালত ED হেফাজতের নির্দেশ দিয়েছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। যদিও শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তারপরেই তাঁকে হেফাজতে নেয় ED।