আবহাওয়াও ভ্যাপসা। এদিকে এখনও বাকি এক দফার ভোট। আগামী ১লা জুন রাজ্যে শেষ দফার ভোট। গণনা ৪ জুন। এই দুই দিনই রাজ্য-রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। কেমন থাকবে এই দুই দিন আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে শেষ দফার ভোট ও গণনার দিনে দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১ তারিখ অর্থাৎ শনিবার থেকে টানা ৪দিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। শেষ দফায় ভোট রয়েছে কলকাতা, যাদবপুর, দমদম, বারাসত, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার কেন্দ্রে।
আবহাওয়া অফিস জানিয়েছে, জুন মাসের ১০ তারিখ নাগাদ বর্ষা আসবে বঙ্গে। কেরলে ১ জুন বর্ষা ঢোকার কথা। মৌসুমী বায়ুর উপর ঘূর্ণিঝড় রিমালের কোনও প্রভাব পড়েনি৷ জুন মাসে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই৷