লাইনচ্যূত হাওড়া-আমতা লোকাল। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। মাজু স্টেশনে ঢোকার আগে আমতাগামী ওই লোকাল ট্রেনের ৩টি বগি লাইনচ্যূত হয়ে যায়। গাড়ির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে লাইনচ্যূতির জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হন। তিনজন গুরুতর চোট পেয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আছেন দক্ষিণ-পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা।
ট্রেন লাইনচ্যূত হওয়ায় ওই লাইনে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ হয়ে যায়। রেলের আধিকারিকরা জানান, ট্রেন সরিয়ে পরিষেবা স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
লাইনে ফাটল, নাকি যান্ত্রিক গোলযোগ তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তের পরে পরিষ্কার হবে বলে জানিয়েছে রেল।