লাইনচ্যূত মালগাড়ি। যার জেরে হাওড়াৃখড়গপুর শাখার আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। ঘটনাটি ঘটেছে হাওড়া-খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। ঘটনার জেরে দুর্ভোগে খড়গপুর লাইনের নিত্যযাত্রীরা।
নন্দাইগাজন স্টেশনের কাছে এদিন লাইনচ্যূত হয় মালগাড়িটি। যার জেরে মালগাড়িটি থেমে যায়। এরপরই রেলের আধিকারিকদের খবর দেওয়া হয়। মালগাড়িটিকে সরানোর কাজ। এদিকে হাওড়া-খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। কী কারণে মালগাড়িটি লাইনচ্যূত হয়েছে, তা যদিও জানা যায়নি। কী কারণে ট্রেনটি লাইনচ্যূত হল, তা খতিয়ে দেখছে রেল।