বড়সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-খড়গপুর (howrah kharagpur) শাখার মেচেদা লোকাল (Mecheda Local)। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু সময় মতো আটকে দেওয়া হয় লোকালটি। যার জেরে বিপদের হাত থেকে রক্ষা পান যাত্রীরা। সূত্রের খবর, রেল ট্র্যাক (Railway Track) থেকে লাইন বেরিয়ে যাওয়ার কারণেই এই বিপত্তি ঘটে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ পরিষেবা ব্যহত হয়। তড়িঘড়ি ওই লাইন মেরামতির কাজ শুরু হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে পরিষেবা।
সূত্রের খবর, শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের ফুলেশ্বর চেঙ্গালের ডাউন লাইনে রেল কর্মীরা কাজ করছিলেন। সে সময় চেঙ্গাইলের কাছে ডাউন লাইনে একটি ফাটল দেখতে পাওয়া যায়। সেখানে ধোঁয়া দেখতে পায় এলাকার লোকেরা। বালতি করে জল নিয়ে সেই ধোঁয়া নেভানোর চেষ্টা করেন তাঁরা।
আরও পড়ুন- হরিদেবপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ধৃত ২
সেই সময় ওই লাইনে কালসাপা ব্রিজের উপর একটি লোকাল ট্রেন আসতে দেখেন তাঁরা। রেল কর্মী ও এলাকার মানুষজন লোকালটি দাঁড় করান। চালকের চেষ্টায় লোকাল ট্রেনটি থামানো যায়। ফলে বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পায় মেচেদা লোকাল। অফিস টাইমে এই ঘটনায় বিপাকে পড়েন যাত্রীরা। যদিও পরপর যাতে ট্রেন দাঁড়িয়ে না পড়ে, তার জন্য মিডল লাইন দিয়েই বেশিরভাগ ট্রেন পাস করানো হয়।