ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল হাওড়ার এক বাসিন্দার । মৃতের নাম দেবব্রত বর । জানা গিয়েছে ট্রেকিং করে নামার সময় শ্বাসকষ্টে সমস্যা শুরু হয় তাঁর । মাঝপথেই মৃত্যু হয় দেবব্রতের । হাওড়ার বাড়িতে খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ।
জানা গিয়েছে, হাওড়ার বালির সমবায়পল্লির এলাকার বাসিন্দা দেবব্রত । ট্রেকিংয়ের শখ ছিল তাঁর । তাই প্রায়ই বেরিয়ে পড়তেন । সেরকমই ১৭ মে ট্রেকিংয়ের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন দেবব্রত । ১১ সদস্যের একটি দলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প গোয়েচালায় গিয়েছিলেন তিনি । ফেরার পথে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর । নীচে নামার আগেই মাঝপথে মৃত্যু হয় দেবব্রতর ।
জানা গিয়েছে, দেবব্রত-র পরিবারে মা, স্ত্রী, দুই ছেলে । পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন দেবব্রত । পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৯ মে পরিবারের সঙ্গে তাঁর শেষ কথা হয় । তারপর থেকে দেবব্রত-র ফোন সুইচ অফ ছিল । তারপর ২৫ মে মৃত্যুর কোলে ঢোলে পড়েন দেবব্রত । মঙ্গলবার তাঁর বাড়িতে খবর পৌঁছয় ।