গঙ্গাসাগর (Gangasagar) মেলার কথা সকলেই জানেন। কিন্তু অনেকেই জানেন না বড়দিনের মিনি গঙ্গাসাগর (Mini Gangasagar) মেলার কথা। হাওড়া (Howrah) জেলার লক্ষণপুর (Laxmanpur) গ্রামে বসে এই মেলা। সারাদেশের ৫১ টি শক্তিপীঠ থেকে সাধুরা আসেন এই মেলায়। এই বছরও এই মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই ৫০০ সাধু ভীড় করেছেন সেখানে। এই মেলা থেকেই তাঁরা মকর সংক্রান্তির দিন যোগ দেবেন গঙ্গাসাগর মেলায়।
২৫ ডিসেম্বর শুরু হয় এই লক্ষণপুরের মেলা। প্রায় গত তিন দশক ধরে চলে আসছে এই মেলা। যেখানে ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু-সন্নাস্যী এমনকি নাগা সাধুবাবারাও।
আরও পড়ুন- চা বাগানে লক-আউট নোটিস, বছর শেষে কাজ হারালেন ১২০০ শ্রমিক
লক্ষণপুরের মা তারা পুজো কমিটি এই মেলার আয়োজন করে। গঙ্গাসাগরের ধাঁচেই মেলা হয়। সাধুরা থাকেন। করোনা কেটে যাওয়ায় চলতি বছর সাধু-সমগম আরও বেশি হয়েছে বলে মনে করছে মেলা কর্তৃপক্ষ। কিন্তু ফের চোখ রাঙাচ্ছে করোনা। যে কারণে সাধুদের মাস্ক দেওয়া হচ্ছে মেলা কর্তৃপক্ষের তরফে।