শিবপুরের গাড়ি এবং ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু এখনও খোঁজ মেলেনি ওই ফ্ল্যাটের মালিক শৈলেশ পাণ্ডে এবং তাঁর ভাই অরবিন্দ পাণ্ডেকে। সোমবার তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল লালবাজার।
একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শিবপুরের মন্দিরতলায় ৫৩৫ নম্বর অপ্রকাশ মুখোপাধ্যায় লেনের একটি আবাসনে হানা দেয় পুলিশ। ওই আবাসনের একটি গাড়ি থেকে প্রথমে উদ্ধার হয় প্রায় আড়াই কোটি টাকা এবং বিপুল পরিমাণে সোনা, রুপো এবং হীরের গয়না।
এরপর রবিবার সন্ধ্যায় ওই আবাসনের চারতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকেন তদন্তকারী আধিকারিকরা। ফ্ল্যাটে ঢুকতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের। রাত ১২টা ৪০ পর্যন্ত ওই ফ্ল্যাটে তল্লাশি চালান তাঁরা। উদ্ধার হয় ৫ কোটি ৯৫ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয় প্রচুর গয়নাও।
সূত্রের খবর, পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের দুই অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেখানে গচ্ছিত রয়েছে ২২ কোটিরও বেশি টাকা। ইতিমধ্যেই অ্যাকাউন্ট দুটি ফ্রিজ করেছেন গোয়েন্দারা। এত টাকার উৎস খুঁজতে জোরকদমে তদন্ত শুরু করেছেন তাঁরা।