ঘণ্টায় আরও ২০ কিলোমিটার গতি বাড়তে চলেছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। গন্তব্যে পৌঁছনোর সময় কমাতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে ভারতীয় রেল।
উচ্চগতি সম্পন্ন ট্রেন চলাচলে রেল ট্র্যাকে ক্ষতি হতে পারে, শুধুমাত্র সে কারণে এখনও পর্যন্ত ১১০ কিলোমিটার/ ঘণ্টা বেগে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে কয়েকদিনের মধ্যেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটবে বলে জানানো হয়েছে রেলের তরফে। বন্দে ভারতের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ভবিষ্যতে সেই গতিতেও ট্রেন ছোটানোর চেষ্টা চলছে।
America News : সৎকারের প্রস্তুতি চলছে, হঠাৎই বেঁচে উঠলেন 'মৃত' বৃদ্ধা
গত বছরের ডিসেম্বরে ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস চলছে।