নতুন বছরের মাস পয়লা থেকেই চাকা গড়াল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের(Vande Bharat Express)। ইতিমধ্যেই প্রথম দু'দিনের টিকিট বুকিং সম্পুর্ণ হয়েছে। কিন্তু অন্যান্য ট্রেনের তুলনায় কেন যাত্রী পছন্দের তালিকায় এগিয়ে 'বন্দে ভারত' এক্সপ্রেস(Howrah-NJP Vande Bharat Express), তা খোলসা করলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।
তাঁর মতে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই 'বন্দে ভারত' এক্সপ্রেস(Vande Bharat Express Exiting Features)। ট্রেনটির সুপিরিয়ার ডিজাইন, লাক্সারিয়াস সিট, হাইস্পিড, উন্নত টেকনোলজি, প্রতিটি কোচে ইনফো টেকনো সিস্টেম, এমার্জেন্সি সিস্টেম, স্বয়ংক্রিয় দরজা রয়েছে; যা ভারতের ট্রেনের ইতিহাসে(History of Indian Railway) এক নয়া মাইলস্টোন খাড়া করেছে। আর ট্রেনটিতে থাকা এইসব মন মাতানো প্রযুক্তিই আকৃষ্ট করছে যাত্রীদের(Vande bharat Ticket Booking)। পূর্ব রেল সূত্রে খবর, ভারতীয় রেলওয়ের মুকুটে এক নতুন পালক যুক্ত করেছে এই বন্দে ভারত এক্সপ্রেস।
আরও পড়ুন- LPG Cylinder Price Hike: নতুন বছরেই হেঁশেলে আগুন, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৬৯.৫০টাকা
একলব্য চক্রবর্তী জানান, ট্রেনের সিট বুকিং(Vande Bharat Seat Booking) প্রায় ১১৫ শতাংশ। তবে এখনও কিছু টিকিট বিক্রি হয়নি। কারণ হিসেবে তিনি জানান, রেলের পরিভাষায় এই সময়টা 'লিন সিজন'। মাসের ১ তারিখ থেকে কমবেশি ১৫ তারিখ পর্যন্ত এই বিষয়টা দেখা যায়। কেননা এই সময় স্কুল, অফিস খুলে যায়(School-Collge-Office Reopen)। ছুটি নেওয়া যায় না। তবে তার মধ্যেও মানুষের উৎসাহ দেখে যারপরনায় আনন্দিত পূর্বরেলের আধিকারিকরা।