পরীক্ষায় খাতায় রাজনৈতিক বা অন্য কোনও স্লোগান লিখলেই বাতিল করা হবে খাতা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। RG কর কাণ্ডের আবহেই এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। যার একাধিক প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে।
চলতি শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে ৩ মার্চ থেকে ১৮ মার্চ। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। আর তার কয়েক মাস আগেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, পরীক্ষায় খাতায় ইচ্ছাকৃতভাবে ভুল নাম, রেজিস্ট্রেশন নম্বর, খাতা নিয়ে পরীক্ষাকেন্দ্র ছাড়লে কড়া শাস্তি দেওয়া হবে। একই সঙ্গে খাতার সঙ্গে অপ্রাসঙ্গিক চিরকূট, টাকা বা অন্য কোনও স্লোগান লিখলেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এমনকি পরীক্ষা বাতিলও করা হতে পারে।
হঠাৎ কেন এই নির্দেশিকা?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পুরো বিষয়টিকে রুটিন নির্দেশিকা বলে জানানো হলেও অনেকের মতে RG কর পরিস্থিতিতে এই নির্দেশিকা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ চিকিৎসক মৃত্যুর ঘটনায় বিভিন্ন বয়সের ছাত্র ও যুবরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। ফলে পরীক্ষায় খাতায় RG কর কাণ্ডের স্লোগানের ছাপ পড়তে পারে। আর সেই কারণেই এই নির্দেশিকা জারি বলে মনে করা হচ্ছে।