পরীক্ষকদের জন্য সুখবর! উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিল সংসদ। এই বাড়তি পারিশ্রমিক পাওয়া যাবে চলতি বছর থেকেই। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের খাতা দেখার পারিশ্রমিক বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন শিক্ষকরা৷ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষকদের জন্য খাতা দেখার পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও একই রাস্তায় হাঁটল সংসদ।
শুধু খাতা দেখার পারিশ্রমিকই নয়, দেওয়া হবে পরিবহণ ভাতাও৷ এবার থেকে উত্তরপত্র পিছু ৬ টাকা করে পাবেন পরীক্ষকরা৷ স্ক্রুটিনি বা রিভিউ করাতে চাইলেও দেওয়া হবে খাতা পিছু ৬ টাকা করে। পরিবহণ ভাতা বাবদ প্রধান পরীক্ষকেরা পাবেন মোট ২৫০ টাকা করে।
বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে সংসদ।