মোবাইল নিয়ে এবার আরও কড়াকড়ি সংসদের। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বেআইনিভাবে মোবাইল নিয়ে ঢুকলেই ধরে ফেলবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা আরএফডি। শুক্রবার এমনই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
রাজ্যের প্রায় ২০৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হবে। ব্যাগেও চলবে তল্লাশি। এরপরও যদি কেউ মোবাইল নিয়ে প্রবেশ করে, তা ধরে ফেলবে আরএফডি।
শুক্রবার পরীক্ষা নিয়ে সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে কোনও ফোন পাওয়া গেলে, সেই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ভবিষ্যতে সেই পরীক্ষার্থ আর কখনও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না।
উল্লেখ্য, আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষায সকাল ১০টা থেকে ১টা ১৫ পর্যন্ত রাজ্যজুড়ে পরীক্ষা চলবে। ২০৬টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রের মধ্য়ে ৫২টি রয়েছে মালদহ জেলায়। এই ২০৬টি কেন্দ্রেই আরএফডি ব্যবহার করা হবে।