Padma Hilsa: পদ্মার ইলিশে ছাড়পত্র হাসিনার, সপ্তাহের শুরুতেই বাংলায় এল প্রায় সাড়ে ৮ মেট্রিক টন মাছ

Updated : Sep 13, 2022 13:25
|
Editorji News Desk

পুজোর উপহার হিসাবে মঙ্গলবার এসে পৌঁছল পদ্মার ইলিশ। শনিবার বাংলাদেশ সরকার চিঠি দিয়ে ইলিশ পাঠানোতে সম্মতি দেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চলাকালীন এপার বাংলায় ইলিশ আমদানিতে দু'দেশের মধ্যে সম্পর্কে অন্য মাত্রা যোগ করেছে। উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তারপর থেকে কলকাতার বাজারে ইলিশ আমদানি কার্যত বন্ধ ছিল।

জানা গিয়েছে, এই বছর দুর্গা পুজোর আগে ইলিশ রফতানিতে সম্মতি দেয় বাংলাদেশ সরকার। সেইমতো ফিস ইমপোর্টস অ্যাসোসিয়েশনে তারা চিঠি পাঠায়। এবার প্রায় ২৪৫০ মেট্রিক টন বাংলাদেশি ইলিশ রফতানির অনুমতি দেয় হাসিনা সরকার। মঙ্গলবার সাড়ে ৮ মেট্রিক টন ইলিশ মাছ এসে পৌঁছায় এপার বাংলায়। তার মধ্যে হাওড়া মাছ বাজারে আসে প্রায় সাড়ে ছয় মেট্রিক টন। এরপর থেকে ধাপে ধাপে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাছ ঢুকবে বাংলায়। ফিস ইমপোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানান, বাংলাদেশ সরকার এখনও ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তবে এবার ভারতে ইলিশ রফতানির বিশেষ নির্দেশ আছে বলেও জানান তিনি।

আরও পড়ুন- North Bengal Flood: ক্রমশ জটিল উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, জলমগ্ন মালদহ-জলপাইগুড়ির একাধিক গ্রাম

পদ্মার ইলিশ বাজারে আসার খবরে উচ্ছ্বসিত হাওড়ার মাছ ব্যবসায়ীরা। তাঁদের আশা, শেখ হাসিনার ভারত সফরের পর ইলিশ নিয়ে দু'দেশের সম্পর্ক আরও ভাল হবে। এপারের বাঙালির আবেগের কথা মাথায় রেখে উপযুক্ত পদক্ষেপ করবেন প্রধানমন্ত্রী হাসিনা, আশা হাওড়ার ব্যবসায়ীদের। পুজোর আগে খাদ্য রসিক বাঙ্গালীদের পাতে পাওয়া যাবে পদ্মার সুস্বাদু ইলিশ। এবার প্রতি কেজি ইলিশের দাম ৯০০ থেকে ১০০০ টাকা থাকার সম্ভাবনা। তবে আগামীতে আরও ইলিশ বাজারে এলে সেই দাম আরও কমতে পারে বলেই মত মাছ ব্যবসায়ীদের। 

BangladeshSheikh Hasinakolkatahilsa

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী