সম্মেলন(Conference) শুরু হয়েছিল। কিন্তু কমিটি(Committee) তৈরির সময়ই গোলমাল শুরু। শেষ পর্যন্ত কমিটি গঠনের আগেই স্থগিত হয়ে গেল সিপিএমের(CPIM) উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন৷ সিপিএমের(CPIM) ইতিহাসে এমন ঘটনার নজির খুব কম। দলের বেহাল অবস্থাতেও অর্ন্তদ্বন্দ্বে জেরবার আলিমুদ্দিন স্ট্রিট(Alimuddin Street)।
নতুন জেলা কমিটির জন্য বিদায়ী জেলা সম্পাদকের প্রস্তাবিত অফিসিয়াল প্যানেলের পাল্টা নাম জমা পড়া শুরু হয়। ভোটে লড়ার জন্য ফ্লোর থেকে উঠে দাঁড়ান ৩২ জন। রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের(Suryakanta Mishra) অনুরোধে ১১ জন লড়াই থেকে সরে দাঁড়ান।কিন্তু বাকি ২২ জন নির্বাচনে লড়ার বিষয়ে অনড় থাকেন।
আরও পড়ুন: Assembly Election Results 2022: যোগীরাজ্যে ফের গেরুয়া ঝড়, সরকার গড়ার পথে বিজেপি
প্রবল মতবিরোধের মধ্যেই রাজ্য নেতৃত্ব সম্মেলন স্থগিত করার কথা জানান। সিপিএমের(CPIM) ইতিহাসে এমন ঘটনা বিরল।।