আজ বছরের প্রথম দিন । ছুটির মুডে রাজ্যবাসী । কলকাতার চিড়িয়াখানা, ইকো পার্ক থেকে নিকো পার্ক সর্বত্র ভিড় । অন্যদিকে, টাকী, মায়াপুরের মতো পর্যটনস্থানগুলিতে ভিড় করেছেন আট থেকে আশি ।
শীতের আমেজ গায়ে মেখে বছরের প্রথম দিনটা কাটাতে অনেকেই এদিন পৌঁছে গিয়েছেন টাকী । ইছামতীর নদীর ধারে চলছে বনভোজন, দেদার আড্ডা আর সেলফি তোলা । সেইসঙ্গে নাচ-গান হই-হুল্লোড়, নৌকা বিহারের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন প্রত্যেকে । অন্যদিকে, নদিয়ার অন্যতম বিখ্যাত পর্যটনস্থল মায়াপুর । সেখানও আজ ভিড় চোখে পড়ার মতো ।
নতুন বছরে পিকনিক স্পটগুলিও খালি নেই । এই যেমন পিয়ালী নদীর ধারে পিকনিক স্পটগুলিতে জমিয়ে চলছে চড়ুইভাতি । নদীর ধারে শীতের রোদ গায়ে মেখে জমিয়ে আড্ডা চলছে । সেইসঙ্গে খাওয়া-দাওয়া তো রয়েছেই । কোথাও, মটন তো কোথাও আবার চলছে কষা মাংসের তোড়জোড় । সব মিলিয়ে নতুন বছরের আনন্দটা চেটেপুটে নিচ্ছে বাঙালি ।